দুই জেলের খোঁজ নেই, উদ্ধার তিন

আনোয়ারায় সাগরে নৌকা ডুবি

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া আনোয়ারার দুই জেলে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। এরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামের মো. শাহজাহান (৩০) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. নজরুল (৩০)।
জানা যায়, গত রোববার সকালে দক্ষিণ গহিরা থেকে ৫ জেলে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সোমবার ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। গতকাল মঙ্গলবার ৩ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ২ জেলে এখনো নিখোঁজ রয়েছে।
নৌকার মালিক মাহাবুব আলী জানান, তার মালিকানাধীন নৌকা এফবি আবদুস সামাদ শাহ ৫ মাঝি মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে ৫ জন জেলে নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার অন্য একটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় ৩ জনকে জীবিত উদ্ধার করে। এরা হলেন মো. রেজাউল, মো. কপিল। অপর একজনের নাম জানা যায়নি। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্ঠা চলছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহীদের থামাতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বৈঠক আজ
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে শিক্ষা বোর্ডের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য