গ্রামবাসীর নজর এড়িয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে ‘অভিনব কাণ্ড’ ঘটিয়েছেন এক ইলেকট্রিশিয়ান। প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন। খবর বাংলানিউজের।
ওই ইলেকট্রিশিয়ানের বাড়ি ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে লোকের নজরে পড়ার সম্ভাবনা ছিল। তাই সবার নজর এড়াতে তিনি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন। তবে শেষ পর্যন্ত তার রক্ষা হয়নি। একদিন ধরা পড়ে যান সেই প্রেমিক। ওই গ্রামে প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। নিয়মিত লোডশেডিংয়ে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে লোডশেডিংয়ের বিষয়টি অস্বীকার করা হয়। গ্রামবাসীদের দাবির পর শুরু হয় তদন্ত। সেই তদন্তে বেরিয়ে আসে, এই কাণ্ড ঘটাচ্ছেন এক ইলেকট্রিশিয়ান।