কেরালায় প্রবল বৃষ্টি ৫ জেলায় রেড অ্যালার্ট

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

ভারতের কেরালা রাজ্যের কয়েকটি অংশে ভারি বৃষ্টিপাতের পর পাঁচ জেলায় রেড অ্যালার্ট ও সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেরালার এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, কোট্টায়াম, পাথানএনথিডা জেলায় অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।
এসব জেলায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে। এর পাশাপাশি তিরুবানন্তপুরম, কোল্লাম, আলাপুসা, পালাক্কাড, মালাপুরম, কোলিকোডে ওয়াইয়ানাডে অরেঞ্জ অ্যালাট জারি করা হয়েছে। এসব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আরও দুটি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। ইতোমধ্যেই রাজ্যটির বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার কোট্টায়াম-কুমিলি সড়কের পুল্লুপারা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারি বৃষ্টির পর থোডুপুরা শহর পানিতে ডুবে গেছে। রাজ্যটির বেশ কয়েকটি বাঁধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার সকালে প্রথম অরেঞ্জ অ্যালার্ট জারি করার পর থেকেই নিম্নপ্রবাহের নদীগুলোতে বাঁধের পানি ছেড়ে দেওয়া শুরু হয়েছে। গণমাধ্যমে আসা ফুটেজে কোট্টায়ামের পুঞ্জার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে বুক সমান পানিতে আটকা পড়ে থাকতে দেখা গেছে। বাসটি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম!
পরবর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে ৬ দিনে ৯ ভারতীয় সৈন্য নিহত