বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাবাজার কেভি উপকেন্দ্রের ফিডার চালু

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বিক্রয় ও বিতরণ বিভাগ-মাদারবাড়ীর আওতাধীন নবর্নিমিত বাংলাবাজার কেভি উপকেন্দ্রের ফিডার চালুকরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম। বিউবো প্রকৌশলী মো. ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, প্রকৌশলী মো. শহীদুল ইসলাম মৃধা, প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহন্ত, প্রকৌশলী শেখ মো. মাহফুজুল হক। প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী সুকান্ত মিত্র বিশ্বাস, প্রকৌশলী সুরজিৎ ঘোষ, মো. রুবেল আহমেদ, নিশীত বিশ্বাস, হাবিবুর রহমান, মাদারবাড়ী সাব স্টেশন গ্রাহকদের পক্ষে ডা. অঞ্জন কুমার দাশ, কর্মচারীর পক্ষে মো. বেলাল উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে মাদারবাড়ীর সেরা গ্রাহক হয়েছেন গোলাম রসুল মার্কেট, সেরা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মো. রুবেল হোসেন। বক্তারা বলেন, মাদারবাড়ীতে শুরুতে গ্রাহক সংখ্যা ছিল ২২,৮৮২ জন, বর্তমানে প্রায় ৪০ হাজার। সিস্টেম লস ২৫.৪৫% থেকে বর্তমানে মাত্র ৫.২১%। বকেয়ার পরিমাণ ৪.২১ কোটি থেকে বর্তমানে মাত্র ২.৮৫ কোটি টাকা। সি.আই রেশিও ৯৫.৬১% আর সিবি ১০০.৮৫% নিয়ে মাদারবাড়ী দপ্তর ইতিমধ্যে ২০২১-২২ অর্থ বছরের সকল প্যারামিটারের টার্গেট অর্জন করেছে। আমরা গ্রাহককে প্রায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সক্ষম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অসহায়দের মাঝে ভ্যান ও সেলাই মেশিন প্রদান
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়ল ৩টি দোকান