মীরসরাইয়ে আগুনে পুড়ল ৩টি দোকান

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে একজন ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার সকাল ৭টায় উপজেলার আবুরহাট বাজারে এ আগুন লাগে। তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে নিজাম উদ্দিনের তুলার দোকান, আজিজুল হকের ওয়ার্কশপ এবং শেখ ফরিদের সাইকেলের দোকান পুড়ে গেছে। ওয়ার্কশপ দোকানের মালিক আজিজুল হক জানান, আগুনে তিনটি দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মীরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গণি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলা প্রস্তুতের মেশিন থেকে আগুনের সূত্রপাত।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাবাজার কেভি উপকেন্দ্রের ফিডার চালু
পরবর্তী নিবন্ধচবিতে ভিন্নষড়জের যাত্রা শুরু