নগরের চকবাজার মোড় সংলগ্ন শাহেনশাহ মার্কেটের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুন লাগা খুঁটিতে পিডিবির দুটি ট্রান্সফার ছিল। সেখানে থাকা ক্যাবলগুলোতে মূলত অগ্নিকাণ্ড হয়। শর্ট সার্কিটের কারণেই এ অগ্নিকাণ্ড।