বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান পরিকল্পনা, অনুষ্ঠানের মানোন্নয়ন এবং কাজের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করতে চট্টগ্রাম কেন্দ্রের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার মোছাম্মদ মাহফুজা আক্তারের সাথে শিল্পী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় জেনারেল ম্যানেজার তাঁর বক্তব্যে ইতোমধ্যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের স্টুডিওতে অনুষ্ঠান ধারণের জন্যে নতুন কনসোল এবং আলাদা করে অডিও রেকর্ডিং স্টুডিও স্থাপনের ব্যবস্থা নিয়েছেন বলে জানান।
এছাড়া চট্টগ্রামের প্রাকৃতিক নান্দনিক ঐশ্বর্যে বিভিন্ন অনুষ্ঠান ধারণ, সংগীতানুষ্ঠান সমুহের গুণগত মান নিশ্চিত করতে সকল সংগীতানুষ্ঠানে সংগীত পরিচালক যুক্ত রাখা , সিনিয়র সংগীত শিল্পী যাঁরা বর্তমানে ভালো গাইতে পারেননা তাঁদের অডিও রেকর্ডের মাধ্যমে অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগদানসহ তালিকাভুক্ত নন কিন্তু ভালো গান করেন তেমন প্রতিভাবান শিল্পীদের অনুষ্ঠানে যুক্ত করার মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। চট্টগ্রাম শিল্পী নেতৃবৃন্দের পক্ষে মো. সহিদুর রহমান এই সিদ্ধান্ত গুলোকে অত্যন্ত প্রয়োজনীয় ছিলো বলে উল্লেখ করেন। সিদ্ধান্ত গুলোর সঠিক বাস্তবায়ন হলে টেলিভিশনের অনুষ্ঠান নির্মানের পরিধি ও শিল্পীদের অনুষ্ঠানে অংশ গ্রহনের সুযোগ বাড়বে বলে মত প্রকাশ করেন। এ সময় প্রোগ্রাম ম্যানেজার বেগম রোমানা শারমিন, পরিকল্পনা পরিচালক জগদীশ চন্দ্র এম,আলাউদ্দিন তাহের, লাকী দাশ, মো. সহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।