যুদ্ধ শেষে বিজয় পেলাম
আরো পেলাম দেশ,
স্বাধীন মনে স্বাধীন দেশে
আছে সুখের রেশ।
প্রাণের দামে বিজয় আনে
দেশের সোনার ছেলে,
দেশ বাঁচাতে যুদ্ধ করে
রক্ত দিল ঢেলে।
জীবন হাতে বীর সেনারা
মুক্তিযুদ্ধে যায়,
প্রিয় খোকা ঘর ছেড়েছে
মা’কে দিতে ঠাঁই।
বিজয় এল নিশান এল
খোকা নেই তো ঘরে,
মায়ের খোকা জীবন দিল
যুদ্ধে একাত্তরে।
স্বাধীনতা এল শেষে
আমার আপন ঘরে,
রক্ত দিয়ে কেনা বিজয়
এল ডিসেম্বরে।
যুদ্ধ শেষে বীরের দেশে
শত্রু হল শেষ,
আপন মনে গড়ব এবার
প্রিয় বাংলাদেশ।