বিজয় মানে
মাঠে কৃষকের ঘাম ঝরা মুখে একটু হাসি,
কৃষাণীর উঠোনে মুক্তমনে সব কাজ করা।
মুক্ত আকাশে পাখি উড়ে আনন্দে আত্মহারা।
বিজয় মানে
জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত।
রক্তের দামে কেনা একটি ভূখণ্ড বাংলাদেশ।
বিশ্বের বুকে লাল সবুজের একটি পতাকা।
বিজয় মানে
আমার ভাষা আমার কৃষ্টি, সংস্কৃতি,
বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।