বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। অতিথি ছিলেন রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ড. মো. সরোয়ার উদ্দিন, অধ্যাপক সৌমেন চক্রবর্তী, সালাহউদ্দিন শাহরিয়ার। বক্তব্য রাখেন বিভাগের ছাত্রী প্রজা বড়ুয়া। প্রধান অতিথির বলেন, ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশ, এই ঋতু বৈচিত্র আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশের জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক পরিমন্ডলকেও সমৃদ্ধ করি।
উম্মে তানহা আহসান চৌধুরীর সঞ্চালনায় বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।