মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

সম্মিলিত মুক্তিযোদ্ধা কমাণ্ড চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা ও আলেচনা সভা ২৪ ফেব্রুয়ারি বিকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথিবৃন্দ হলেন, চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা কমাণ্ডার এড. আবু মোহাম্মদ হাশেম এবং চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির ৩ বারের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. এইচ.এম. জিয়াউদ্দীন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস। এ সময় বিশেষ অতিথি বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য এড. মুজিবুল হক বলেন, বর্তমান সরকার আইনজীবীদের কল্যাণে অতীতের যে কোন সরকারের চেয়ে বেশি কাজ করে চলেছে।
এড. আবু মোহাম্মদ হাশেম বলেন, স্বাধীনতার স্বপক্ষে আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে যাব। এড. এইচ.এম. জিয়াউদ্দিন বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবসময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আইনজীবীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র, অসহায় মানুষের কল্যাণেও যথাসাধ্য আইনী সেবা দিয়ে যাচ্ছি। মুক্তিযোদ্ধারা আমাদের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব। তাদের যে কোন কল্যাণে আইনজীবী সমাজ অতীতের মত সবসময় পাশে থাকবে। সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ সভাপতি আজিজ উদ্দীন হায়দার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক আখতারুল আলম, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম কক্সি, বীর মুক্তিযোদ্ধা পাল্টুল লাল সাহা, শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যাপক শিব প্রসাদ, মোঃ আবু ছৈয়দ, বাদশা মিয়া, রাখাল চন্দ্র ঘোষ, মোঃ জমির, আলহাজ্ব আবদুল মান্নান, সাংবাদিক পংকজ দস্তিদার, সুবীর কুমার সরকার, অশোক মুকুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ফার্মেসি বিভাগে বসন্ত উৎসব
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাকারিয়া তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ