বিজিবিকে অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

অতি লোভী গরু ব্যবসায়ীদের জন্য সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কিছু ভুল বোঝাবুঝি এবং অতি লোভী গরু ব্যবসায়ীর কারণে সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একবার আমাকে বলেছিলেন তারা বাংলাদেশকে আর গরু দিতে চায় না। তখন আমিও তাকে বলেছিলাম বাংলাদেশ এখন আর ভারতের গরু চায় না। আমরা দেশে উৎপাদিত গরু দিয়েই চাহিদ মিটাব।
গতকাল শনিবার দুপুরে সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ৯৬ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৯৬ তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মো. শাহরিয়ার ইফতেখার এবং প্যারেড এ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নবীন সৈনিকদের উদ্যেশে বলেন, বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করা হয়েছে। স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট এর অংশ হিসেবে সীমান্তে নতুন বিওপি, বিএসপি নির্মাসহ অত্যাধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্ট স্থাপন, এটিভি ও অত্যাধুনিক এপিসি, রায়ট কন্ট্রোল ভেহিক্যাল, ভেহিক্যাল স্ক্যানার ও দ্রুতগামী জলযান সংযোজন করা হয়েছে। এছাড়া অতি সম্প্রতি এই বাহিনীতে অত্যাধুনিক এন্ট্রি ট্যাংক গাইডেড উইপন সংযোজন করা হয়েছে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মুঃ হাসান উজ জামান, সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাংসদ জাফর আলম, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল তরিকুল ইসলাম, এ্যাডমিন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ, পরিচালক (কলেজ সদর) লে. কর্নেল মিজানুর রহমান, রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন-২ এর পরিচালক শরীফ আহমেদ, এ্যাডভান্স ট্রেনিং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার, পরিচালক (সমন্ময়) লে. কর্নেল রাশেদুজ্জামান, এ্যাডভান্স ট্রেনিং কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর শাহীন আখতার, স্পেশালাইজড ট্রেনিংয়ের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক (গবেষণা ও উন্নয়ন) মেজর হাসনাত রেজা নাসিমুল আলম, রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মেজর শিরিন আক্তার জাহান, মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ নাজমুল আমীন হাসান, উইপন্স ট্রেনিং কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোসাব্বির আহমেদ, মেডিকেল অফিসার মেজর নওসাবা আমরিন ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ৯৬ তম রিক্রুট ব্যাচের ৬৫৬ জন পুরুষ ও ১২৮ জন মহিলার মধ্যে সর্ব বিষয়ে সেরা রিক্রুট মো. নয়ন, সেরা শারীরিক কৃতিত্ব (মহিলা) রিক্রুট শারমিন খাতুন, সেরা ফায়ারার রিক্রুট মো. আতিকুর রহমান ও সেরা শারীরিক কৃতিত্ব (পুরুষ) রিক্রুট মিজানুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধআইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : কাদের
পরবর্তী নিবন্ধহাসপাতাল হোক, তবে সিআরবিতে নয়