বিকেএসপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম বিকেএসপি মাঠে অনুষ্ঠিত হয়। এবারের বিকেএসপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনালে বিকেএসপি লাল কাবাডি দল মৌলভী বাজার এ্যাথলেটিকস ও কাবাডি একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম মাজহারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক কর্ণেল মিজানুর রহমান, চট্টগ্রাম বিকেএসপির ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তারেক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে মেয়র বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নশীপ ট্রফি তুলে দেন।