ফটিকছড়ির ফেনী নদী থেকে মিঠুন বড়ুয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করছে বিজিবি। গড়তকাল বুধবার ভূজপুর বাগান বাজার ইউনিয়নের নলুয়া সীমান্ত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত মিঠুন কঙবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালক ইউনিয়নের শ্যামা চরনের পুত্র।
সূত্র জানায়, মিঠুন বড়ুয়া দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ’র ধাওয়া খেয়ে গত শুক্রবার ফেনী নদীতে পড়ে নিখোঁজ হয়। বুধবার উপজেলার নলুয়া সীমান্তে ফেনী নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। ভূজপুর থানার তদন্ত অফিসার আবুল কালাম জানান, জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতাহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।