কংগ্রেসের ৩,৫০০ কিলোমিটার ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোকাবেলায় ভারত জুড়তে মরিয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ৩ হাজার ৫ শ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন।
গতকাল বুধবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে রাহুলের নেতৃত্বে প্রধান বিরোধীদল কংগ্রেসের এই ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা হয়েছে। কন্যাকুমারী, তিরুঅনন্তপুরম থেকে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত যাবে এ যাত্রা। যাত্রা উদ্বোধনীর আগে রাহুল গান্ধী তামিলনাড়ুুর শ্রীপেরুমবুদুরে তার বাবা ও সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন। কন্যাকুমারীতে মহাত্মা গান্ধীমণ্ডপে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিএসএফের ধাওয়া ফেনী নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ‘রুশ বিশ্ব’ ধারণার ভিত্তিতে নতুন পররাষ্ট্রনীতি পুতিনের