বিআরটিএর অভিযানে ২৭ মামলা, জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং গাড়ির কাগজপত্র ঠিক না থাকার দায়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩টি সিএনজি ও ২০টি বাসকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জরিমানার পাশাপাশি ২৭টি মামলাও করা হয়। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চান্দগাঁও, বহদ্দারহাট, সিটি গেট, বায়েজিদ ও বালুছড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা ও শাহরিয়ার মোক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোক্তার বলেন, নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাস ও সিএনজিকে ২৭টি মামলা করা হয়। এর বিপরীতে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভাড়ার তালিকা প্রদর্শন না করা, অতিরিক্তি ভাড়া নেওয়া ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় এ জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে রেলওয়ে ইঞ্জিনের চোরাই যন্ত্রাংশসহ একজন আটক