ট্রাক চাপায় নগরে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। তার নাম মো. হোসাইন। গতকাল দুপুর আড়াইটার দিকে বায়েজিদ থানার মোহাম্মদ নগর চার নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। একই সড়কের মোহম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলমগীরের বাড়ির মো. ইয়াছিনের ছোট ছেলে নিহত হোসাইন। তারা চার ভাই-বোন।
হোসাইনের বাবা ইয়াসিন দৈনিক আজাদীকে বলেন, আম নিয়ে আসছিলাম। সেগুলো বাসায় ঢুকাচ্ছিলাম। কোন ফাঁকে হোসাইন বাসা থেকে বের হয়ে গেছে খেয়াল করিনি। পরে লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি ট্রাক চাপায় মুমূর্ষু অবস্থায় পড়ে আছে আমার ছেলে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া আজাদীকে বলেন, সাড়ে ৩টার দিকে হোসাইনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায় জখম ছিল।












