নগরীতে নিজ বাসায় খাটের নিচ থেকে নুসরাত জাহান তরী (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল মোড়ের পাশে দেওয়ানজির হাটের দিদারুল আলমের বিল্ডিংয়ের চারতলার একটি বাসা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। খুনের শিকার শিশুটির মা বাহির সিগন্যাল এলাকার একটি পোশাক কারখানার কর্মী। তার বাবা আরেকটি বিয়ে করে বর্তমানে কুমিল্লায় বসবাস করেন।
ঘটনাস্থলে থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, ছোট্ট একটি কক্ষে মা-মেয়ে থাকতেন। মা প্রতিদিনের মতো পাশের রুমের এক মহিলাকে মেয়েকে দেখে রাখার দায়িত্ব দিয়ে সকালে চাকরিতে চলে যান। সকাল ৮টার দিকে পাশের বাসার মহিলাটি রুমে ঢুকে দেখেন শিশুটি ঘুমাচ্ছে। এরপর সকাল পৌনে ৯টার দিকে আবার দেখতে যান ওই প্রতিবেশী। শিশুটিকে বিছানায় না দেখে সব জায়গায় খোঁজাখুঁজি করেন। বেলা ১২টার দিকে তার মা বাসায় ফিরে আসেন। কিন্তু বাসায় মেয়েকে না দেখে খোঁজাখুঁজি করে দেখেন খাটের নিচে তার নিথর দেহ পড়ে আছে। তখন খবর পেয়ে আমরা দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে আসি। মেয়েটির গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় ছিল। তার যৌনাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা হয়েছে। এতে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
তিনি জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে জানতে ভবনের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সিআইডি, পিবিআইসহ পুলিশের বিভিন্ন সংস্থা আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।