বাবা ছাড়া জীবন

বিভাস গুহ | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

যখন তুমি কাছে ছিলে হয়নি কভু বলা, ভাবিনিতো তোমায় ছাড়া হবে পথও চলা। শাসন কভু করনিকো শত করলেও ভুল, আদর মাখা প্রীতি দিয়ে বুঝিয়ে দিতে মূল।

স্বপ্ন পথে এগিয়ে যেতে সাহস দিতে তুমি, প্রীতিডোরে বেঁধে আমায় দিয়ে যেতে চুমি। মনে পড়ে সে সব কথা স্মৃতির পাতায় আঁকা বাবা ছাড়া জীবন যেন অন্ধকারে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধদুঃখের ছায়া সন্তানের ওপর পড়তে না দেওয়ার নাম বাবা
পরবর্তী নিবন্ধবাবার সাহচর্য