বান্দরবানের আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় অবৈধভাবে গড়ে তোলা এবিএম ইটভাটায় অভিযান চালান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহায়তা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারায় এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে।
এছাড়াও ইটভাটায় কোনো প্রকার জ্বালানি কাঠ ব্যবহার না করাসহ ইট তৈরির কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল।
এদিকে, গত বৃহস্পতিবার ইউবিএম নামের আরেকটি ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।