হালদা থেকে ৮ কেজির মৃত কাতলা উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৫:৫৬ অপরাহ্ণ

হালদা নদী থেকে আনুমানিক ৮ কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের এক ব্যাক্তি উক্ত ইউনিয়ন ও গুমানমর্দ্দন ইউনিয়নের হালদা নদীর আংশ থেকে মাছটি উদ্ধার করেন।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি উদ্ধারকৃত মাছটির ছবি হালদা গবেষক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার ম্যাসেনঞ্জারে পাঠান।
ড. মনজুরুল কিবরিয়া মাছটি কয়েক দিন আগে মারা গেছে বলে ধারণা করছেন কারণ উদ্ধারকৃত মাছের গায়ে পচন ধরেছে।
ড. মনজুরুল কিবরিয়া বলেন, “হালদা নদী থেকে উদ্ধারকৃত মৃত মাছটি নদীর নিম্ন এলাকায় কোনো কিছুর আঘাতে মারা যেতে পারে। নদীতে জোয়ারের সময় মৃত মাছটি উপরে চলে আসে। মাছটি হয়ত ডিম ছাড়ার জন্য নদীতে এসেছিল। কোনো স্থানে আঘাত পেয়ে মাছটি মারা গেছে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চার দিন পর দৈনিক মৃত্যু শয়ের নিচে
পরবর্তী নিবন্ধবান্দরবানে অবৈধ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা