বানভাসিদের জন্য পাঠানো হল নগর বিএনপির ত্রাণের প্রথম চালান

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল বুধবার বিকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানোর জন্য মহানগর কৃষক দলের টিমকে প্রথম দফায় ত্রাণ সামগ্রীর চালান হস্তান্তর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান এবং ত্রাণ কমিটির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। ত্রাণের প্রথম চালান হস্তান্তরের সময় সমবেতদের উদ্দেশে এরশাদ উল্লাহ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। মানুষের মাঝে নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। তাই আগামী দিনে রাজনীতি হতে হবে স্বচ্ছ, পরিষ্কার। বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের জন্য। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম বন্যার পানি নামার পর বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত অব্যাহত রাখতে হবে। সকলকে জনগণের সুখে দুঃখে কাজ করতে হবে।

তিনি চট্টগ্রামবাসীকে বন্যার্তদের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া আগামী দু’য়েকদিনের মধ্যে আরও বড় পরিসরে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ বন্যা উপদ্রুত এলাকায় যাবেন বলে জানান এরশাদ উল্লাহ।

এ সময় নাজিমুর রহমান বলেন, বন্যায় আক্রান্ত মানুষদের উদ্ধারের পাশাপাশি প্রয়োজন হচ্ছে জরুরি খাদ্য, বিশুদ্ধ খাবার পানি, ওষুধসহ জীবন রক্ষাকারী নানা উপকরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর উপদ্রুত এলাকায় দেখা দেয় পানিবাহিত সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। তিনি এমন পরিস্থিতে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে অনুদান দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ত্রাণ কমিটির সদস্য হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন
পরবর্তী নিবন্ধআজ নিউরোসার্জন ডা. এল এ কাদেরীর ৩য় মৃত্যুবার্ষিকী