বাতিঘর

মালেক রানা | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৫৩ পূর্বাহ্ণ

শুভদিন, তোমার জন্মদিন। এই দিনেই তুমি জন্মেছিলে, তোমার জন্ম দশকেই তুমি দেখেছ, অনেক পাশবিক নির্যাতন, দেখেছ দাশত্বের শেকলে বাঁধা চারপাশ, পরদেশী শাসকের বুটের তলায়, পিষ্ট তোমার স্বদেশ, ক্ষুধার্ত নিরন্ন মানুষের শোক ও ক্ষোভের মিছিলে দাঁড়িয়ে তোমার পিতা, শেখ মুজিবুর রহমান। তোমার সোনালী শৈশবেই জনকের মানস আলোয় আলোকিত তুমি রাগে-অনুরাগে ক্ষোভে আর শোকে অধিকার হারা মানুষের ক্ষোভ ও দ্রোহের মিছিলে মিশে গেছো তুমিও।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ : প্রয়োজন যুগোপযোগী আইন ও তার কঠোর প্রয়োগ
পরবর্তী নিবন্ধএই নিষ্ঠুরতার শেষ কোথায়?