বাগেরহাট থেকে অপহৃত কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার এবং মো. রসুল শেখ (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। শুক্রবার নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রসুল বাগেরহাটের সাবেকডাঙ্গার মো. রিপন শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, আসামি রসুল শেখ প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে অপহরণ করেছিল বলে স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অপহৃত ভুক্তভোগী ১৭ বছর বয়সের কিশোরী। সে বাগেরহাটের একটি কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী কলেজে আসা–যাওয়ার পথে রসুল শেখ নামে গ্রেপ্তারকৃত যুবক প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করত। ভুক্তভোগী বিষয়টি তার মা–বাবাকে জানায়। তার বাবা বিষয়টি রসুলের বাবা–মা ও তার নিকটাত্মীয়দের জানান। এতে রসুল ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাবাকে হুমকি দিয়ে বলে, সে যেকোনো সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।
৪ জুলাই রাতে ভুক্তভোগী বাগেরহাট দশানী মোড়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথে আসামি রসুল শেখ এবং তার ২/৩ জন সহযোগী ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে একটি সিএনজি টেঙিযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভুক্তভোগী সময়মতো বাসায় না ফেরায় তার মা–বাবা আত্মীয়–স্বজনের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, তার মেয়েকে রসুল শেখ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।
ভিকটিমের বাবা তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব–৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন। র্যাব–৭ বিষয়টি গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। অবশেষে শুক্রবার নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে রসুল শেখকে গ্রেপ্তার করে এবং অপহৃতকে উদ্ধার করে।











