বাকলিয়ায় যুবকের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মো. ফাহিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানাধীন বাস্তুহারা সমিতির বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। মো. ফাহিম বাস্তুহারা বস্তি এলাকার আবু তাহেরের ছেলে।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান আজাদীকে জানান, ফাহিম নামে এক যুবক বাকলিয়া বাস্তুহারা এলাকায় নিজ বাসায় গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ফাহিম দিনমজুরের কাজ করতেন। তাদের পরিবারে তেমন ঝামেলা ছিলনা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের লোকজনও বুঝতে পারছেনা।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ও চন্দনাইশে আগুনে পুড়ল ৩ বসতঘর
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান