বাকলিয়া সার্বজনীন কৃষ্ণ মন্দির পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো– কৃষ্ণ পূজা, ভোগারতি, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা, শপথ গ্রহণ, ভক্তি সংগীতাঞ্জলি ও প্রসাদ বিতরণ। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলদীপ প্রজ্বালন করেন শঙ্কর মঠ ও মিশনের সন্ন্যাসী সন্তোষানন্দ ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। কার্যকরি পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করেন মন্দিরের প্রধান উপদেষ্টা নিরঞ্জন দাশ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। মন্দির পরিচালনা পরিষদের সহ–সম্পাদক স্বপন কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জলসন ধর (নয়ন)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক এইচ শীলজ্যোতি মহাথেরো, মো. সালাউদ্দিন, মিত্র কুমার শীল, রাহুল মিত্র (বাপ্পা), কাজল আচার্য্য, রনজিৎ কুমার পাল, চিত্ত রঞ্জন দাশ, সন্তোষ বিশ্বাস, মধু খাস্তগীর, মঞ্জু রাণী মহাজন, কানু চৌধুরী, অশোক পাল (বাচ্চু), উত্তম দত্ত, নান্টু মল্লিক, বলরাম তালুকদার, শামশুল আলম তালুকদার, সোহেল কুটুম্ব, শ্যামল মহাজন, নীলোৎপল বিশ্বাস (রনি), সুমন ধর, শান্তু আচার্য্য, সমীর সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।