বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রত্যাহার চেয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিবাদী করে মামলা দায়েরকারী এবং তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে গত ২৬ জুন জো বাইডেনসহ তিনজনকে বিবাদী করে একটি মামলা করেন তিনজন। এ মামলা নিয়ে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে মোমেন বলেন, আমি এটা জানি না, ওদেরকে জিজ্ঞেস করেন। আমার কোনো ধারণা নাই। এটা হয়ত কিছু বাহবা পাওয়ার জন্য, মিডিয়া বাহবা পাওয়ার জন্য এসব করেছে হয়ত কেউ। মনে করে যে এটা করলে তার বেশ বাহবা মিলবে। মূল উদ্দেশ্য কী, আমরা জানি না। এসব আমাদের কিছু জানা নাই। খবর বিডিনিউজের।
মামলাটি মিশিগানের আদালতে দায়েরের খবরটি ফেসবুক পোস্টে দেন এর অন্যতম বাদী রাব্বী আলম। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান হিসেবে নিজের পরিচয় দেন তিনি। ওই মামলায় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ‘অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বাধা, সামাজিক অবস্থান, সম্মান বিনষ্ট করা ও ভাবমূর্তি ক্ষুণ্নের’ অভিযোগ আনা হয়েছে। মামলাটি নথিভুক্ত হলেও বিচারিক পর্যায়ে যাবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্র প্রবাসী একজন সাংবাদিক জানান, এর আগেও বিভিন্ন সময়ে অনেকের নামে অনেক মামলা করেছিলেন রাব্বী আলম। ওইসব মামলায় কোনো ফল আসার খবর পাওয়া যায়নি।
মামলাকারী নিজেকে আওয়ামী সমর্থক হিসাবে পরিচয় দিচ্ছেন–পররাষ্ট্রমন্ত্রীকে তা জানান হলে তিনি বলেন, আওয়ামী লীগ সত্যি সত্যি? না নিজে নিজে আওয়ামী লীগ? ইদানিং আওয়ামী লীগ সরকারে থাকায় বহুলোক, যারা আগে জামাত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেদের বলে বেড়ায় যে, তারা আওয়ামী লীগের লোক। আর হয়ত, আওয়ামী লীগের নেতার সাথে একটা ছবি তুলে ফেলেছে আর ওই ছবি দিয়ে বলবে আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাদী লোক।












