বাইডেনের জয়ে আশার আলো দেখছেন মাদুরো

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৯:২৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা তৎপরতায় তটস্থ ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাকে তাড়া করে বেড়াচ্ছিল গদি হারানোর ভয়। এজন্য তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছেন। শক্ত অবস্থান নিয়েছেন ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে। এরমধ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের পরাজয় তাকে আশাবাদী করে তুলেছে। দুই দেশের মধ্যে আবার আলোচনা হবে, এমন স্বপ্নই দেখছেন তিনি। খবর বাংলানিউজের। জো বাইডেন প্রেসিডেন্ট হতে চলেছেন এমন নিশ্চিত খবর যখন ছড়িয়ে গেছে সর্বত্র, এসময় মুখ খুললেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরো জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সম্মানজনক, আন্তরিক’ রাজনৈতিক সংলাপ শুরুর বিষয়ে কাজ করবেন। যদিও এখনো যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে ‘সাপে নেউলে’ সম্পর্ক বিদ্যমান। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মাদুরো বলেন, এ সঙ্কটের সময়ে আমরা জো বাইডেনের ভবিষ্যৎ সরকারের সঙ্গে আলোচনা পুনরায় সম্মানজনক ও আন্তরিকতার সঙ্গে শুরু করতে কাজ করবো।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের নির্বাচনে সু চির দলের জয় দাবি
পরবর্তী নিবন্ধবাইডেনের কর্মপরিকল্পনা ঘোষণা