জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু চোট ইস্যু থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার রেজিস চাকাভা। বৃহস্পতিবার ঘোষিত দলটায় নেই অলরাউন্ডার শন উইলিয়ামসও। ব্যক্তিগত ইস্যু থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ১৫ সদস্যের দলটিতে তাদের বদলি হিসেবে খেলবেন তাকুদজোয়ানাশে কাইতানো ও তারিসাই মুসাকান্দা। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকা বাকি সবাই এই দলটাতে রয়েছেন। আজ শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তার পর ৭ ও ১০ আগস্ট হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। হারারেতে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দল: রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্ট শুম্বা।