বাংলাদেশের দেয়া গার্ড অব অনারকে বড় সম্মানের বলছেন টেইলর

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

আগেই জানা ছিল এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর। তাই হ্যাগলি ওভালের দর্শকরা অভিবাদন জানিয়েছে টেইলরকে। বিদায়ী টেস্টে মাঠে নামার সময় প্রতিপক্ষের কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছেন রস টেইলর, তাকে তা ছুঁয়ে গেছে প্রবলভাবে। নিউজিল্যান্ডের সফলতম ব্যাটসম্যান বললেন, বাংলাদেশের কাছ থেকে পাওয়া সম্মান তার হৃদয়ে রয়ে যাবে সবসময়। বাংলাদেশের বিপক্ষে চলতি ক্রাইস্টচার্চ টেস্ট দিয়েই এই সংস্করণ থেকে বিদায় নিচ্ছেন টেইলর। এই মৌসুম শেষে বিদায় নেবেন আন্তর্জাতিক ক্রিকেটের অন্য সংস্করণগুলো থেকেও। টেস্টের প্রথম দিনে জিল্যান্ড ব্যাট করলেও টেইলর নামার সুযোগ পাননি। দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়ে রান আউট হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে যান ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। মাঠে প্রবেশের সময় হ্যাগলি ওভালের দর্শকরা তুমুল হর্ষধ্বনি ও করতালিতে স্বাগত জানান টেইলরকে। দাঁড়িয়ে অভিবাদন জানায় গোটা মাঠ। মাঠের ভেতরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মুখোমুখি দুই সারিতে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন এই কিউই গ্রেটকে। আম্পায়াররাও তখন সঙ্গী হন বাংলাদেশ দলের। বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হকের সঙ্গে করমর্দন করে টেইলর ক্রিজে যান। সেখানে তার সঙ্গী তখন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। দিনের খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে টেইলর কতৃজ্ঞতা জানান বাংলাদেশ দলের প্রতি। ধন্যবাদ বাংলাদেশ। আজকে ক্রিজে যাওয়ার সময় সত্যিই সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এটা এমনকিছু, যা আমি কখনোই ভুলব না। বিদায়ী টেস্ট দিয়েই নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেটোরিকে ছুঁয়েছেন টেইলর। ভেটোরি খেলেছেন ১১২টি টেস্ট। টেস্টে ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তার। শেষ টেস্টে অবশ্য বড় কিছু করতে পারেননি টেইলর। আউট হয়েছেন ২৮ রানে। ম্যাচের যা গতিপ্রকৃতি, তাতে আরেকটি ইনিংস পাওয়ার সম্ভাবনা তার সামান্যই।

পূর্ববর্তী নিবন্ধসোহান-রাব্বির প্রশংসায় প্রিন্স
পরবর্তী নিবন্ধঅভিষেকে শূন্য: নাঈম ছাড়া আছেন আরও ২৪ জন