অভিষেকে শূন্য: নাঈম ছাড়া আছেন আরও ২৪ জন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

অধিনায়ক মোমিনুল হকের কাছ থেকে ক্রিকেটের অভিজাত সংস্করণের ক্যাপটি পেয়েছিলেন নাঈম শেখ। পাক্কা দেড়দিন অপেক্ষার পর সোমবার ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সাদা পোশাকের অভিষেকটা হয়ে থাকলো বিবর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে বাঁহাতি এই ব্যাটার সাজঘরে ফিরেছেন রানের খাতা না খুলেই। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ২৪ ক্রিকেটার। যারা নিজেদের অভিষেক টেস্টে রানের খাতা খুলতে পারেননি। সেখানে ২৫তম ব্যাটার হিসেবে অভিষেকের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন নাঈম। এই ২৫ জনের মধ্যে দুই ক্রিকেটার আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বীকে একটু আলাদা করে রাখতে হবে। তারা দু’জন অভিষেক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন। ২৫ জনের এই লম্বা তালিকায় লোয়ার অর্ডার ব্যাটারদের সংখ্যাই বেশি। নাঈম যার বদলে সুযোগ পেয়েছিলেন, সেই মাহমুদুল হাসান জয়ও পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন।
এর বাইরে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সাইফ হাসান, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান, মোহাম্মদ মিঠুনও আছেন এই তালিকায়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের দেয়া গার্ড অব অনারকে বড় সম্মানের বলছেন টেইলর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৪.৮৩ কোটি টাকা