চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অপার ভূমি। হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ প্রত্যেক ধর্মের অনুসারীরা পাশাপাশি থেকে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে চলেছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নগরীর আন্দরকিল্লা পুরাতন নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, অ্যাড. চন্দন তালুকদার, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, লায়ন দিলীপ ঘোষ, লায়ন দুলাল চন্দ্র দে, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, মাসুম চৌধুরী, মিথুন মল্লিক। উপস্থিত ছিলেন প্রদীপ শীল, বিপ্লব চৌধুরী, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, নটু কুমার ঘোষ, নিখিল ঘোষ, বিপু ঘোষ বিলু, নায়ারন সিংহ, বাপ্পী নন্দী, তমাল শর্মা চৌধুরী, অ্যাড. টিপু শীল জয়দেব, অ্যাড. তপন কুমার দাশ, অরুন রশ্মি দত্ত, রাজীব চৌধুরী মিল্টন, বাবুল দাশ তনয়, রাধা রানী দেবী, প্রিয়তোষ ঘোষ রতন, সৌরেন দত্ত, সাজু চৌধুরী, রিপন রায় চৌধুরী, শুভজিৎ দাশ, উত্তম কুমার শীল, অ্যাড. নিঝুম পারিয়াল রাজ, অর্পণ চক্রবর্তী, পূজা ঘোষ, সমন দাশ অর্ণব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।