বাঁশখালী‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ৮:২০ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউ‌নিয়নের ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ মো. শাকের (৩২) নামে এক মাদককারবারীকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার রাতে পুঁইছড়ি ফুটখালী ব্রিজ পাকা রাস্তা এলাকায় এসআই মাসুদের নেতৃ্ত্বাধীন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত মাদককারবারীকে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন জানান, বাঁশখালীর পেকুয়া সড়‌কের পুইঁছড়ি ফুটখালী ব্রিজের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ’ ইয়াবাসহ মোহাম্মদ শাকের নামে এক মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পু‌লি‌শের এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

পূর্ববর্তী নিবন্ধবহু গুণে গুণান্বিত অধ্যাপক খালেদ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
পরবর্তী নিবন্ধজেলেরা মাছ ধরতে ফের সাগরে