বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
তিনি রামুর রশিদ নগর এলাকার সামছুল আলমের স্ত্রী হামিদা বেগম(২৭)।
জানা যায়, বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ হামিদা বেগমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হবে।”