উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী ভূমিকম্প

সুনামি সতর্কতা জারি

আজাদী অনলাইন | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১১:৪৮ অপরাহ্ণ

উত্তর-পূর্ব জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে বিশ লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হওয়ার পাশাপাশি সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

৭.৩ মাত্রার ভূমিকম্পটি একই জায়গায় কম্পন সৃষ্টি করে যেখানে ১১ বছর আগে আরেক বড় ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।

আজকের ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় ১১টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান সময় দুপুর ২টা ৩৬ মিনিট)।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, কিছু এলাকায় কম্পন এতটাই ব্যাপক ছিল যে মানুষের পক্ষে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে উঠে। এ ভূমিকম্পে ভবন কেঁপে উঠে জাপানের রাজধানী টোকিওতেও।

জাপানের আবহাওয়া বিভাগ উত্তর-পূর্ব উপকূলের কিছু অংশের জন্য ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইতোমধ্যে কোনো কোনো এলাকায় ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে।

স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সংবাদ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও টোকিওতে ৭ লাখ বাড়ি এবং জাপানের উত্তর-পূর্ব অংশে ১ লাখ ৫৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এ ভূমিকম্পের কারণে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ২ হাজার ইয়াবা সহ গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা