পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ মাঠে ৩দিন ব্যাপী ৭ম উপজেলা স্কাউটস সমাবেশ ও মহা তাবু জলসা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে স্কাউটিং’র বিকল্প নেই এই স্লোগানে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে ৭ম উপজেলা স্কাউটস সমাবেশ ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মামুন, চেয়ারম্যান কে.এম.সালাহউদ্দীন কামাল, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, অধ্যক্ষ তৌহিদুর রহমান, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু জাফর আবু ছালেহ, স্কাউটস প্রশিক্ষক শাহ নেওয়াজ মির্জা, স্কাউটস সাধারণ সম্পাদক আবু নোমান, উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ।
মো.কচির উদ্দিন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মনোতোষ দাশ, মোহাম্মদ ফারুক, জাহাঙ্গাীর আলম, মাহফুজুর রহমান প্রমুখ।