বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের উপর অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বাড়ি কঙবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যংয়ের মধ্যম হ্নীলায়।