বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদুল ইসলাম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদুল সরকারি আলাওল কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।