বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে আনোয়ারা বেগম (৫৪) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও পাহাড়ি এলাকার নতুন পাড়ার পাহাড়ে কাঠ আনতে গেলে এ ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ারা বেগম সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মৃত মোহাম্মদ ইসহাকের স্ত্রী।
খবর পেয়ে বনবিভাগের সাধনপুর বনবিট অফিসের দায়িত্বরত কর্মকর্তা ও রামদাশ হাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে ও বনবিভাগের সাধনপুর বিট অফিস সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর নদী ভাঙনের কবলে গৃহহারা হয়ে খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়া থেকে এসে দীর্ঘ ৫ বছর ধরে সাধনপুরের বৈলগাঁও পাহাড়ি এলাকার নতুন পাড়ায় বসবাস করে আসছেন।
বনবিভাগের সাধনপুর বনবিট অফিসের দায়িত্বরত কর্মকর্তা আবদুল জলিল জানান, আজ বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বৈলগাঁও পাহাড়ি এলাকার নতুন পাড়ার পাহাড়ি এলাকায় কাঠ আনতে গেলে বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি। এ সময় বন্যহাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বাঁশখালীর কালীপুর রামদাশ হাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল বলেন, “বন্যহাতির আক্রমণে নিহত আনোয়ার বেগমের পরিবারের পক্ষ থেকে আবেদনের পর ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।”