বাঁশখালীতে পাবলিক বিশ্ববিদ্যালয় চাই

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

সম্প্রতি কথা উঠেছে দক্ষিণ চট্টগ্রামেই হতে চলেছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তিনটি জেলার সমতুল্য চট্টগ্রাম জেলাতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, যেখানে রয়েছে কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয়। এত বড় দূরত্বের এই জেলাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকাটা খুবই জরুরি।

বাঁশখালী দক্ষিণ চট্টগ্রামের মধ্যবর্তী হওয়ায় এই উপজেলাটিতে প্রায় সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই বাঁশখালী উপজেলাটি চট্টগ্রাম শহরের দূরবর্তী হওয়ায় অসংখ্য শিক্ষার্থীদের অনার্স পর্যায় থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রী লাভের জন্য শহরে পাড়ি জমাতে হয়। ফলে এদের অসংখ্য শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়। অনেকে এ ব্যয় নির্বাহ করতে না পেরে ঝরে যায় অকালে। এতে করে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে ঝরে যাওয়া শিক্ষার্থীদের তালিকায়। যদি এই উপজেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তাহলে নিঃসন্দেহে এটি আশীর্বাদ হয়ে থাকবে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের। ফলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে দেশের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষার আলো ছড়াবে প্রতিটি ঘরে ঘরে। তাই সব দিক বিবেচনা রেখেই দক্ষিণ চট্টগ্রামের মধ্যবর্তী স্থান বাঁশখালীতেই যেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয়।

তৌহিদউল বারী

শিক্ষার্থী,

বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপুরানো সেই দিনের কথা
পরবর্তী নিবন্ধশিক্ষা হোক আনন্দের