চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্তমান দায়িত্বরত মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, মৌলভী নুর হোসেন, শেখ ফখরুদ্দিন চৌধুরী, শ্যামল কান্তি দাশ, আক্তার হোছাইন, অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন, এম. মনসুর আলী, মো. হামিদ উল্লাহ ও মোহামুদুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করে। পরে দলের পক্ষ থেকে এসএম তোফায়েল বিন হোছাইনের মনোনয়ন নিশ্চিত হয়। মনোনয়ন নিশ্চিতের খবর ছড়িয়ে পড়লে গতকাল রাত সাড়ে দশটায় তাঁর কর্মী সমর্থকারা আনন্দ মিছিল বের করে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।