মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার– এই শ্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় বাঁশখালীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নারী শ্রমিক দ্বারা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বশির উল্লাহ মিয়াজী সড়কে এ সংস্কার কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান, রুহুল আমিন প্রমুখ। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে সারাদেশের ন্যায় এলসিএস মহিলাদের মাধ্যমে নিয়মিত কার্যক্রমের আওতায় ছলেয়া বাপের পুল থেকে বশির উল্লাহ মিয়াজার বাজারের ১৩ কিমি দৈর্ঘ্য রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ১ জন সুপার ভাইজার ও ১৩ জন মহিলা শ্রমিক দ্বারা এই রাস্তাটির সংস্কার কাজ করা হচ্ছে। এছাড়াও প্রকল্পের নিয়মানুসারে পর্যায়ক্রমে বৈলছড়ি চুনতিবাজার সড়ক ও পুকুরিয়া রামপুর ডিসি সড়ক সংস্কার করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, সারাদেশের ন্যায় গ্রামীণ সড়কে নিয়মিত ‘রক্ষণাবেক্ষণ মাস’ উপলক্ষে বাঁশখালীতেও এলজিইডির অধীনে নারী শ্রমিক দ্বারা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।