বাঁশখালীতে হযরত ডলমপীর (রহ🙂 ওরশ কমিটির উদ্যোগে বার্ষিক ওরশ ও ঈদে এ মিলাদুন্নবী (সা.) মাহাফিল গত ১২ জানুয়ারি সন্ধায় উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব গুনাগরী ১নম্বর ওয়ার্ডস্থ আহমদিয়া ডলম পীর (রহ🙂 সিনিয়র মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পূর্ব কোকদন্ডী সৈয়দ শাহ বারিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ–সুপার হযরত মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ঈদে–এ মিলাদুন্নবী মাহাফিলে প্রধান অতিথি ছিলেন হযরত ডলম পীর (রহ🙂 ওরশ কমিটির সভাপতি ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ–সভাপতি লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান। উদ্বোধক ছিলেন সাবেক আহমদিয়া ডলম পীর (রহ🙂 সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক নুরুল আবছার জালালী। প্রধান ওয়ায়েজিন ছিলেন বাংলাদেশ আনজুমানে রেজবিয়া নুরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাসেম নুরী। প্রধান বক্তা ছিলেন মহেশখালী মাতার বাড়ী মজিদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাবক মিজানুর রহমান আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন হযরত ডলম পীর (রহ🙂 ওরশ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আজম চৌধুরী, অর্থ সম্পাদক মুবিনুল হক, প্রচার সম্পাদক মোঃ জাফরুল ইসলাম, সদস্য মোঃ হাশেম, মোঃ কাশেম, মোঃ নবী হোসেন, মোঃ মাইন উদ্দীন, মোঃ সেকান্দার, বশির আহম, মোঃ ফারুক, মোঃ করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।