আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংগঠন ইপসার সহযোগিতায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শওকতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এনজিও সমন্বয়ক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. সফিউল করিম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া,রাগিব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যুবরাই হচ্ছে দেশ ও জাতির সম্পদ। যুবদের প্রশিক্ষত করে তুলতে পারলেই দেশে বেকারত্ব রোধ হবে। তাই আন্তর্জাতিক যুব দিবসে সকল যুবক যুবতীদের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থান মুখী হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।