বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার(১৯ ফেব্রুয়ারি) বিকালে বাঁশখালী থানা পুলিশের প্রদত্ত বার্তায় এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলো উখিয়ার কুতুপালং ক্যাম্প ৫ এলাকার মৃত জাকের আহাম্মদের পুত্র মোহাম্মদ ফরওয়াজ(৩৩)।তাকে ইয়াবা সহ আটক করা হয়।
অপরদিকে গ্রেফতারি পরোয়ানামূলে আটককৃতরা হলো পুকুরিয়া বৈলগাঁও এলাকার জাকের হোসেনের পুত্র জাহিদুল ইসলাম, বাগমারার মৃত আবদুল করিমের পুত্র নুরুচ্ছফা, দক্ষিণ জলদির মধুসূদন দে-এর পুত্র সব্যসাচী প্রকাশ কার্তিক দে, কালীপুর এলাকার ইসলাম মিয়ার পুত্র করিম উদ্দিন।
আটককৃতদের আদালতে সোপর্দ এবং অপরাধী ও দাগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবলে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন।