বাঁশখালী ইকোপার্কে কিশোরীর চেইন ছিনতাই

যুবক আটক

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর ইকোপার্কে বেড়াতে আসা স্কুলছাত্রীর কাছ থেকে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ছিনতাইকারীর নাম রুবেল দেব। তিনি স্থানীয় শীলকূপ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের শিবু দেবের পুত্র। মঙ্গলবার বিকেলে ছিনতাইয়ের ঘটনাটি ঘটলেও ছিনতাইকারী আটক হয় গতকাল বুধবার সকালে।

ইকোপার্কের দায়িত্বরত বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনতা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে পেকুয়া ফাঁসিয়াখালী এলাকা থেকে চার স্কুল বন্ধুর সঙ্গে সিএনজি যোগে বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসে এক কিশোরী (১৫)। সবার সঙ্গে ঝুলন্ত ব্রিজে কিছু সময় কাটানোর পর এক বন্ধুকে সাথে নিয়ে কিছু দূর এগিয়ে গেলে সেখানে ছিনতাইয়ের শিকার হয় সে। এসময় ছিনতাইকারী ওই স্কুল ছাত্রীর বুকে ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকার শুনে অপর তিন বন্ধু এগিয়ে এলে তাদেরকেও ভয়-ভীতি দেখায় ছিনতাইকারী।

এক পর্যায়ে ওই ছিনতাইকারীকে অন্যান্য পর্যটকরা ধরে বনবিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের হাতে তুলে দেয়। এসময় তাকে ইকোপার্কের একটি কটেজে আটকে রেখে পুলিশকে খবর দেয়। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে ওই ছিনতাইকারী কটেজের জানালা ভেঙে পালিয়ে গেলেও ছিনতাইকৃত স্বর্ণের চেইন বিক্রি করতে গেলে বুধবার সকালে পুনরায় আটক হয়।

বাঁশখালী থানার এসআই লিটন চাকমা বলেন, বাঁশখালী ইকোপার্কে ছিনতাইয়ের ঘটনায় রুবেল দেব নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে শতাধিক দোকানপাট উচ্ছেদ, জরিমানা
পরবর্তী নিবন্ধকাজী আয়েশা বেগম