চকবাজারে শতাধিক দোকানপাট উচ্ছেদ, জরিমানা

রাস্তায় নির্মাণসামগ্রী-ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরের চকবাজার এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে বসা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় রাস্তায় নির্মাণসামগ্রী রাখা ও ফুটপাত দখল করার দায়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে চকবাজার মেডিকেল কলেজের সামনে কে বি ফজলুল কাদের রোড, অলি খাঁ মসজিদ মোড়, গোলজার মোড়, লালচাঁন্দ রোড, কাঁচা বাজার এলাকা ও কে বি আমান আলী রোডের ফুলতলা পর্যন্ত ফুটপাত ও রাস্তার উভয় পাশের অংশ অবৈধভাবে দখল করে দোকানপাট স্থাপন করে জনদুর্ভোগসহ নালার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে শতাধিক দোকানপাট উচ্ছেদ করে নালা, ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবীর ঘরে চুরি
পরবর্তী নিবন্ধবাঁশখালী ইকোপার্কে কিশোরীর চেইন ছিনতাই