নিভতে বসেছে জন্মের সময় মা হারানো শিশু জান্নাতুল ফেরদৌসের জীবন প্রদীপ। ডাক্তাররা জানিয়েছেন, দুই বছর বয়সী শিশুটির হার্টে রয়েছে দুটি ছিদ্র। তাকে বাঁচাতে করাতে হবে ওপেন হার্ট সার্জারি। আর এজন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। হতদরিদ্র মানুষ জান্নাতের বাবা মো. আজাদ। তার পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছেন তিনি।
বর্তমানে শিশুটি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডা. নূর নাহার ফাতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। শিশুটিকে বাঁচাতে অর্থসংগ্রহে নেমেছে একদল তরুণ।
তাদেরই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মামুনুল হক। তিনি বলেন, শিশুটির পরিবার খুবই অসহায়। আমরা তাকে বাঁচাতে অর্থ সংগ্রহে নেমেছি। সবার কাছে অনুরোধ একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন। শিশুটির জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- আব্দুস সবুর, ব্যাংক একাউন্ট নম্বর- ১২১০০০০৮০৮০, সাউথইস্ট ব্যাংক লিমিটেড (পাহাড়তলী শাখা, চট্টগ্রাম)। এছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৭৪০-০২৪৫২৬ (বিকাশ) ০১৯৫৩-০৩৬২১২ (নগদ) নাম্বারে। প্রেস বিজ্ঞপ্তি।