কক্সবাজার বাঁকখালী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. বেলাল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের ফিশারিঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত বেলাল শহরের নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ৩ যুবক শখের বসে নৌকা নিয়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যান। কিন্তু তাদের বহনকারী নৌকাটি নদীর মাঝ বরাবর যেতেই প্রবল স্রোতে ডুবে যায়। এসময় আব্দুস শুক্কুর নামের একজন সাঁতার কেটে কূলে ফিরতে সক্ষম হলেও মো. ইউনুস ও মো. বেলাল নামে দুজন নিখোঁজ হন। পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে ইউনুস (৩৫) প্রকাশ লালুর লাশ উদ্ধার করা হলেও বেলাল নিখোঁজ ছিলেন। অবশেষে গতকাল বেলালের লাশও উদ্ধার করা হয়। পরে বাদ জোহর জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।