কক্সবাজার শহরতলীর বাঁকখালী নদী থেকে আনুমানিক ১৮ মাস বয়সী অজ্ঞাতনামা এক কন্যা শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯ টায় ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার পয়েন্ট বাঁকখালী নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, শহরতলীর বাংলাবাজার ব্রিজের অদূরে নদীতে একটি ভাসমান অবস্থায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে।